Proceedings of Academic Council

 


Proceedings 147th Academic Council Meeting


একাডেমিক কাউন্সিল এর ১২/০৩/২০২৪ তারিখ বেলা ২:১৫ ঘটিকায় অনুষ্ঠিত ১৪৭তম (জরুরী) সভার কার্যবিবরণী।

একাডেমিক কাউন্সিল এর ১৪৭তম (জরুরী) সভা ১২/০৩/২০২৪ তারিখ বেলা ২:১৫ ঘটিকায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সম্মানিত সদস্যগণকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং একাডেমিক কাউন্সিলের নবাগত সদস্য ড. মুঈনা জাহান, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগকে অভিনন্দন জানিয়ে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে কাউন্সিল সভা তার গঠনমূলক মতামত ও পরামর্শের মাধ্যমে সমৃদ্ধ হবে। অত:পর রেজিস্ট্রার মহোদয়কে কার্যপত্র অনুযায়ী সভার কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানান। সভায় নিম্নোক্ত আলোচ্যসূচী অনুযায়ী বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

 আলোচ্যসূচি-১: বিএস এবং ডিভিএম প্রোগ্রামে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সামার ২০২৪ টার্মে ছাত্র-ছাত্রী ভর্তি প্রসঙ্গে।

 সিদ্ধান্ত-১: কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) বাস্তবায়ন করবে। এমতাবস্থায়, এ বিশ্ববিদ্যালয়ে বিএস (কৃষি); বিএস (ফিশারিজ); বিএস (কৃষি অর্থনীতি); বিএস (ফরেস্ট্রি); ডিভিএম প্রোগ্রাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা সাপক্ষে প্রথমবারের মতো কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদের বিএস (কৃষি প্রকৌশল) এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সামার ২০২৪ টার্মে ছাত্র-ছাত্রী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার আসন ধারণ ক্ষমতা এবং বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নির্ধারিত আসন বিন্যাস নিম্নোক্তভাবে নির্ধারণকরত: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কে অবহিত করার  সিদ্ধান্ত গৃহীত হলো।


Proceedings 148th Academic Council Meeting


একাডেমিক কাউন্সিল এর ০২/০৪/২০২৪ তারিখ বেলা ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত ১৪৮তম (জরুরী) সভার কার্যবিবরণী।

একাডেমিক কাউন্সিল এর ১৪৮তম (জরুরী) সভা ০২/০৪/২০২৪ তারিখ বেলা ২:৩০ ঘটিকায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখা ও সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে গবেষণায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান করেন। তাছাড়া গবেষণা প্রকল্পগ্রহণ ও বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতাসহ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশেও সহায়তার আশ্বাস দিয়ে সবাইকে এ ব্যাপারে মনোযোগী  হতে উৎসাহিত করেন। অত:পর রেজিস্ট্রার মহোদয়কে কার্যপত্র অনুযায়ী সভার কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানান। সভায় নিম্নোক্ত আলোচ্যসূচী অনুযায়ী ক্রমান্বয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

 আলোচ্যসূচি-১ (ক): পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কার্যক্রম শক্তিশালীকরণ সংক্রান্ত অধ্যাদেশ ও নীতিমালা অনুমোদন প্রসঙ্গে।

সিদ্ধান্ত-১ (ক): পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কার্যক্রম শক্তিশালীকরণ সংক্রান্ত অধ্যাদেশ ও নীতিমালা প্রস্তুত করার জন্য ৩১/১০/২০২৩ তারিখের বশেমুরকৃবি/কাউন্সিল/এফ-১১৪/২০২৩/৩০৫৮ সংখ্যক স্মারক মোতাবেক একটি কমিটি গঠন করা হয়েছিল। গঠিত কমিটি কর্তৃক প্রণীত এতদসংক্রান্ত অধ্যাদেশ ও নীতিমালাটি একাডেমিক কাউন্সিল সভার পরামর্শ অনুযায়ী সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সুপারিশ করা হলো। যা চলতি টার্ম (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সামার ২০২৩ এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামের উইন্টার ২০২৩ টার্ম) থেকে পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কার্যক্রম শক্তিশালীকরণ সংক্রান্ত অধ্যাদেশ ও নীতিমালা কার্যকরী করার সিদ্ধান্তও গৃহীত হলো।

আলোচ্যসূচি-১ (খ): অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত সার্টিফিকেট/ডিপ্লোমা/বিএস/ডিভিএম/এমএস/পিএইচডি  প্রোগ্রামের প্রশ্নপত্র মডারেশন সংক্রান্ত নীতিমালা অনুমোদন প্রসঙ্গে।

­সিদ্ধান্ত-১ (খ): বশেমুরকৃবি’র বিভিন্ন অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত সার্টিফিকেট/ডিপ্লোমা/বিএস/ডিভিএম/এমএস/ পিএইচডি প্রোগ্রামের প্রশ্নপত্র মডারেশন সংক্রান্ত নীতিমালাটি একাডেমিক কাউন্সিল সভার পরামর্শ মোতাবেক সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সুপারিশ করা হলো।

আলোচ্যসূচি-১ (গ): পিএইচডি ফেলোশিপ এর আবেদন ফরম অনুমোদন প্রসঙ্গে।

সিদ্ধান্ত-১ (গ): পিএইচডি ফেলোশিপ এর আবেদন ফরম প্রণয়ন সংক্রান্ত গঠিত কমিটির ২৭/০৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায় প্রণীত পিএইচডি ফেলোশিপ এর আবেদন ফরমটি অনুমোদন করা হলো (পৃষ্ঠা ৩-৫)।

 আলোচ্যসূচি-১ (ঘ): পিএইচডি ফেলোশিপ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার প্রসঙ্গে।

সিদ্ধান্ত-১ (ঘ): পিএইচডি ফেলোশিপ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচারের অনুমোদন দেয়া হলো (পৃষ্ঠা-৬)।

 আলোচ্যসূচি-১ (ঙ) বিবিধ (i) : BS (Agriculture; Fisheries; Agricultural Economics) এবং DVM প্রোগ্রামের উইন্টার ২০২২ টার্মের চূড়ান্ত ফলাফল অনুমোদন ও ডিগ্রি প্রদান প্রসঙ্গে।

সিদ্ধান্ত-১ (ঙ) বিবিধ (i): BS (Agriculture; Fisheries; Agricultural Economics) এবং DVM প্রোগ্রামের সর্বমোট ৩১৩ (তিনশত তেরো) জন ছাত্র-ছাত্রী তাদের প্রয়োজনীয় পাঠক্রম সাফল্যজনকভাবে সম্পন্ন করে সন্তোষজনক জিপিএ অর্জন করেছে যা ভেরিফিকেশন কমিটি কর্তৃক Verify করে প্রতিবেদন দাখিল করেছেন। উক্ত ফলাফল অনুমোদন এবং উত্তীর্ণদের ডিগ্রি প্রদানের নিমিত্তে সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সুপারিশ করা হলো।

 

প্রোগ্রাম ব্যাচ ভর্তির টার্ম ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট
BS (Agriculture) ১৪তম সামার ২০১৮ ০১ জন ১০৭
১৫তম সামার ২০১৯ ১০৬ জন
 

BS (Fisheries)

 

১০ম সামার ২০১৮ ০১ জন ৫৭
১১তম সামার ২০১৯ ৫৬জন
DVM ৮ম সামার ২০১৮ ৬০ জন ৬০
BS (Agricultural Economics) ৬ষ্ঠ সামার ২০১৮ ০৩ জন ৮৯
৭ম সামার ২০১৯ ৮৬ জন
সর্বমোট= ৩১৩

Proceedings 149th Academic Council Meeting


একাডেমিক কাউন্সিল এর ১৫/০৫/২০২৪ তারিখ বেলা ২:১৫ ঘটিকায় অনুষ্ঠিত ১৪৯তম সভার কার্যবিবরণী।

একাডেমিক কাউন্সিল এর ১৪৯তম সভা ১৫/০৫/২০২৪ তারিখ বেলা ২:১৫ ঘটিকায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান। সভাপতি মহোদয় প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অর্জিত সুনাম ধরে রেখে সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে গবেষণায় অধিক মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। সভায় নিম্নোক্ত আলোচ্যসূচী অনুযায়ী ক্রমান্বয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

 আলোচ্যসূচি-১: ১৪৬তম; ১৪৭তম (জরুরী) এবং ১৪৮তম (জরুরী) সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের   বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রসঙ্গে।

 সিদ্ধান্ত-১:  একাডেমিক কাউন্সিলের ১৪৫ সভার কার্যবিবরণী নিম্নোক্ত সংশোধনীসহ নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হলো।

সংশোধনী

সিদ্ধান্ত-১৪ এ একাডেমিক ক্যালেন্ডার বর্ষ ২০২৩-২৪ এর স্থলে ২০২৪-২৫ হবে। সিদ্ধান্ত-১৬ এ এডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে ০১ (এক) জনের স্থলে ০২ (দুই) জন হবে।

আলোচ্যসূচি-২: গ্র্যাজুয়েট প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে।

 সিদ্ধান্ত-২ (i): কৃষিতত্ত্ব বিভাগে এমএস প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্র প্রতীক অধিকারী, রেজি: নং ২০২০-১১-৫৭২০ এর ২৪/১২/২০২৩ তারিখের আবেদনে সংশ্লিষ্ট মেজর প্রফেসর, বিভাগীয় প্রধান এবং ডীন মহোদয়ের সুপারিশের ভিত্তিতে পুন:ভর্তি সাপেক্ষে তার শিক্ষা কার্যক্রমের মেয়াদ ০২ (দুই) টার্ম (উইন্টার ২০২৩ এবং সামার ২০২৪) বৃদ্ধি করা হলো।  

সিদ্ধান্ত-২ (ii): উদ্যানতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্র মো. শওকত হোসেন ভূঞা, রেজি: নং ২০১৮-০৮-৪৯১৭ এর ০৪/০৩/২০২৪ তারিখের আবেদনে সংশ্লিষ্ট মেজর প্রফেসর, বিভাগীয় প্রধান এবং ডীন মহোদয়ের সুপারিশের ভিত্তিতে পুন:ভর্তি সাপেক্ষে তার শিক্ষা কার্যক্রমের মেয়াদ ০১ (এক) টার্ম (সামার ২০২৪) বৃদ্ধি করা হলো।

আলোচ্যসূচি-৩: ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ছাত্র আবির মাহমুদ শান্ত, রেজি: নং ২০-০৫-৫৫৪৭ এর টার্ম ড্রপ প্রসঙ্গে।

 সিদ্ধান্ত-৩: ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র আবির মাহমুদ শান্ত, রেজি: নং ২০-০৫-৫৫৪৭ এর আবেদনে সংশ্লিষ্ট ডীন মহোদয়ের সুপারিশের প্রেক্ষিতে এবং তার ডাক্তারের পরামর্শ মোতাবেক সামার ২০২৩; অটাম ২০২৩ এবং উইন্টার ২০২৩ টার্ম ড্রপের অনুমোদন দেয়া হলো।


Proceedings 150th Academic Council Meeting


একাডেমিক কাউন্সিল এর ০৩/১২/২০২৪ তারিখ বেলা ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত ১৫০তম সভার কার্যবিবরণী।

একাডেমিক কাউন্সিল-এর ১৫০তম সভা ০৩/১২/২০২৪ তারিখ বেলা ২:৩০ ঘটিকায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান। সভার প্রারম্ভে সভাপতি মহোদয় মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ইতিপূর্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার বিষয়ে এবং সম্প্রতি তার নিকট হতে প্রাপ্ত চিঠির বিষয়বস্তু একাডেমিক কাউন্সিল সদস্যগণকে অবহিত করেন। অত:পর সভাপতি মহোদয় প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অর্জিত সুনাম ধরে রেখে সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে মনোযোগী ও সহায়তা করার পরামর্শ প্রদান করেন। সভায় নিম্নোক্ত আলোচ্যসূচী অনুযায়ী ক্রমান্বয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

 আলোচ্যসূচি-১: ১৪৯তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রসঙ্গে।

 সিদ্ধান্ত-১:  একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণসহ সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। উল্লেখ্য যে, সিদ্ধান্ত-৫ এর বিষয়টি (এগ্রিবিজনেস বিভাগের এমএস ডিগ্রির নামকরণ) সিন্ডিকেটের ১৮/০৫/২০২৪ তারিখে অনুষ্ঠিত ১১১তম সভায় এগ্রিবিজনেস বিভাগের এমএস ডিগ্রির ইংরেজি ও বাংলা নাম নিম্নোক্তভাবে অনুমোদিত হয়।

ইংরেজি নাম ‘Master of Science in Agribusiness’ এবং বাংলা নাম ‘মাস্টার অভ্ সায়েন্স ইন এগ্রিবিজনেস’

সিদ্ধান্ত-১২ (বিবিধ)-এর বিষয়টি (অ্যানাটমি এন্ড হিস্টোলজি বিভাগের এমএস ডিগ্রির নাম) সিন্ডিকেটের ১৮/০৫/২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১১তম সভায় অ্যানাটমি এন্ড হিস্টোলজি বিভাগের এমএস ডিগ্রির ইংরেজি ও বাংলা নাম নিম্নোক্তভাবে অনুমোদিত হয়।

ইংরেজি নাম ‘Master of Science in Anatomy’ ও এর বাংলা নাম ‘মাস্টার অভ্ সায়েন্স ইন অ্যানাটমি’।

আলোচ্যসূচি-২: ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপসমূহ ভূতাপেক্ষ অনুমোদন ও অবহিতকরণ প্রসঙ্গে।

সিদ্ধান্ত-২:  বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে বিগত ১১/০৯/২০২৪ খ্রি: তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালক (ছাত্র কল্যাণ) ও প্রক্টর মহোদয়ের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছাত্র ছাত্রীদের পক্ষ হতে ১৮ দফা দাবি উপস্থাপন করা হয়। উক্ত দাবিনামার বিষয়ে ১২/০৯/২০২৪ তারিখ বেলা ০৯:৩০ ঘটিকায় একাডেমিক কাউন্সিলের সদস্যদের সাথে অনুষ্ঠিত সভার সুপারিশ ও তৎপরবর্তী শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে গ্রেড-১ অধ্যাপক, সকল অনুষদীয় ডীন, পরিচালক (ছাত্র কল্যাণ) ও প্রক্টর মহোদয়ের উপস্থিতিতে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই প্রেক্ষিতে ১৯/০৯/২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান মহোদয়ের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সদস্যগণের জরুরী সভায় উক্ত দাবিসমূহের ব্যাপারে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তসমূহ একাডেমিক কাউন্সিল সভায়ও সর্বসম্মতভাবে ভূতাপেক্ষিক অনুমোদনসহ অবহিত করা হয়।

 দাবী-১: রাজনৈতিক পরিচয়ে যেকোনো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা অথবা কর্মচারী সংগঠন ও ছায়া সংগঠনের অস্তিত্ব ও কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করে দাপ্তরিক আদেশ জারি করতে হবে।

গৃহীত পদক্ষেপ-১: দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।