GAU

গাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের উদ্যোগে এক প্রাণবন্ত শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণই এ সভার মূল উদ্দেশ্য। মহতী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট ইকোলজি বিভাগের প্রফেসর এবং ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের শিক্ষক ও বনবিদ ড. মোঃ আবিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্ততা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফরেস্ট পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মাঈন উদ্দিন মিঞা। স্বাগত বক্তব্যে অনুষদের উজ্জ¦ল ইতিহাস, ঐতিহ্য ও সফলতার নানা প্রসঙ্গ উঠে আসে। এরপর অনুষদীয় শিক্ষার্থীরা এই মতবিনিময় সভাকে তাদের চিন্তা, চাহিদা ও ভবিষ্যৎ প্রত্যাশা প্রকাশের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করে মতামত ব্যক্ত করেন। বক্তৃতায় তারা শিক্ষা-কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণায় সুযোগ বৃদ্ধি, ল্যাব সরঞ্জামের উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি একটি চেতনার কেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী হয়ে নয়, প্রকৃত অর্থে জ্ঞানবান ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, প্রতিটি বিভাগ আমাদের সমৃদ্ধির অংশীদার। ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের শিক্ষার্থীদের কাছ থেকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের পথনির্দেশ আশা করছি।” এ সময় নিজেদের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে কতিপয় সুপারিশ ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সার্থক। শিক্ষার্থীদের মুখে উঠে আসা বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যত পরিকল্পনার সাথে প্রশাসনের খোলামেলা আলোচনা শিক্ষাবান্ধব একটি পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলেই সকলে আশাবাদ ব্যক্ত করেন।